পুরুষাঙ্গ ৮-১২ ইঞ্চি লম্বা ও মোটা করুন।
নেটের জগতে ও পথে ঘাটে সম্ভবত: এই বিজ্ঞাপনটি কমপক্ষে ১০ বার দেখেন নি এরকম মানুষ বিরল। যে যায় বলুক, এমন কোন ওষুধ বা তেল নাই যেটি আপনার পুরুষাঙ্গ বড় করতে পারে। এটি একটি হাস্যকর ও মিথ্যে বিজ্ঞাপন। অনেক পুরুষই আছেন যারা নিজের অস্ত্রের সাইজ নিয়ে সন্তুষ্ট নয়। আর সেটাই কাজে লাগিয়ে বিশ্বব্যাপি হাজারো বিজ্ঞাপন ও ব্যবসার রমরমা। সার্জিকালি বড় করা সম্ভব হলেও সেটা কোন ডাক্তারই আপনাকে করতে বলবেনা।
পুরুষাঙ্গের আকার নিয়ে বর্তমান কিশোর থেকে যুবকরা সন্তুষ্ট নয় কারন তারা হামেশাই পর্ণগ্রাফিতে অশ্বলিঙ্গ দেখে অভ্যস্ত। আমেরিকানদের মত আমরা বাঙ্গালীরাও যে বিশাল দেহী নয়; ব্যাপারটা মাথায় রাখা দরকার। এইসব বিজ্ঞাপনে দেখানো ওষুধ উপকার না করে আপনার পুরুষাঙ্গের স্থায়ী ক্ষতি করে ফেলতে পারে।
পেনিস এনলার্জমেন্ট (যেসব কোন কাজে আসেনা।)
- বিভিন্ন ভিটামিন, মিনারেল, হরমোন, হার্ব যুক্ত ট্যাবলেট বা ক্যাপসুল অথবা লোশন।
-
Vaccum pump ভ্যাকুয়াম পাম্প: এটি টেম্পোরারি পেনিসকে বড় দেখায়। পুরুষের উত্থান জনিত সমস্যায় কাজে লাগে। যেহেতু পেনিসের মধ্যে ব্লাড ফ্লো বেড়ে যায়, সেহেতু সাময়িক বড় দেখানোই স্বাভাবিক। পরে উত্তেজনা শেষ হলে পূর্বের আকার ধারণ করে।
- জেলকিং নামে বিশেষ ব্যায়াম। এতেও বড় হয় না। শুধুমাত্র ভ্যাকুয়াম পাম্পের মতই সাময়িক ভাবে বড় দেখায়। তবে এটা অপেক্ষাকৃত নিরাপদ।
তাহলে কোন সাইজটি স্বাভাবিক? ছোট বেলায় দেখা বন্ধু বা নিজের কোন আত্মীয়ের বড় পুরুষাঙ্গের ছবি বড় হয়েও মাথায় গেঁথে যায়। মনেহয়, আমারটা কি স্বাভাবিক নাকি ছোট? বড় পুরুষাঙ্গ না হলে কি বিয়ের পর সঙ্গিনী কি তৃপ্ত হবে না? এরকম নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে।
আপনি যেটাকে ছোট ভাবছেন আসলে সেটা স্বাভাবিক আকার। উত্তেজিত অবস্থায় যদি আপনার পুরুষাঙ্গের আকার ৫ ইঞ্চি বা তার বেশি হয়; সেটাই নরমাল সাইজ। তবে উত্তেজিত অবস্থায় যদি সেটির আকার ৩ ইঞ্চির কম হয় তাহলে তাকে মাইক্রো পেনিস বলে।
আপনার সঙ্গিনী আপনার সাইজটি ছোট ভাবে তাহলে তাকে বলুন এতে তার কোন সমস্যা হচ্ছে কিনা। আলোচনা করলে অনেক সময় সহজ পন্থা বেরিয়ে আসে। জেনে রাখা ভাল নারীদের চরম আনন্দ পাওয়ার সবকিছুই তিন ইঞ্চির মধ্যে অবস্থিত। বড় হলে দেখতে ভাল কিন্তু ছোট হলে কাজ চলবেনা তা নয়।
সার্জারি করে বড় করা যায় তবে সেটা রিস্কি এবং বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন ইনফেকশন, অনুভুতি হারানো, যৌন অক্ষমতা ইত্যাদি। না করায় সবচেয়ে ভাল।
সব মিলিয়ে দেখা যাচ্ছে যে, পুরুষাঙ্গ বড় করার কোন উপায় নেই। এটা জন্মগত ভাবে যা পেয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তবে কিছু কিছু জিনিষ আপনার সত্যিকার কাজে আসবে। যেমন আপনার সঙ্গিনীর সাথে বিস্তারিত আলোচনা। নিয়মিত ব্যায়াম করে ভুঁড়ি কমানো। পেটে বেশি চর্বি থাকলেও পেনিস দেখতে ছোট মনে হয়। এটা নিয়ে চিন্তিত না হয়ে প্রয়োজনীয় কাউন্সিলিং করলেও দুশ্চিন্তা দুর হবে। বী হ্যাপি উইথ ইউর গান।
-ইরম্মদ চৌধুরী।
